এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শেষ হল এবারের কমনওয়েলথ গেমস

দারুণভাবে আলেকজান্ডার স্টেডিয়ামেই আয়োজিত হয় গেমস শেষের অনুষ্ঠান

শুরুর মতোই গেমসের শেষদিনেও মনোরঞ্জনের কোনও অভাব ছিল না

বিখ্যাত গায়ক, ব্যান্ডরা গান করেন বার্মিংহামে গেমসের ক্লোজিং অনু্ষ্ঠানে

একদল ডান্সার ভাংরাও পারফর্ম করেন মঞ্চে

বার্মিংহামের পিকি ব্লাইন্ডার্সদের সাজেও একদল শিল্পী বিশেষ নাচ পারফর্ম করেন

স্টেডিয়ামে দর্শকরা তাড়িয়ে তাড়িয়ে এই অনুষ্ঠান উপভোগ করেন

ভারতের হয়ে এদিন পতাকাবাহকের ভূমিকায় দেখা যায় শরথ কমল ও নিখাত জারিনকে

অনুষ্ঠান শেষে কমনওয়েলথের পতাকা নামিয়ে তা পরেরবারের আয়োজক ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হয়

তবে বেশ কিছু অ্যাথলিট ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার বদলে দেশে ফিরে আসেন