কমনওয়েলথ গেমসের দশম দিনে পদক জয় শুরু হয় প্যারা টিটি তারকা ভাবিনা পটেলের সোনা দিয়ে

এরপর বক্সিং নামে সোনার ঢল, কমনওয়েলথ অভিষেকেই সোনা জেতেন নীতু

নিজের বিভাগে তার কয়েক মিনিট পরেই সোনা জেতেন আরেক বক্সার অমিত পাংহালও

বিশ্বচ্যাম্পিয়ন নিখাত জারিনও সোনা ঘরে তোলেন

ট্রিপল জাম্পে ঐতিহাসিক সোনা জেতেন এল্ডহোস পাল, রুপো জেতেন আব্দুল্লা আবুবাকের

হতাশাজনকভাবে কার্যত জেতা ম্যাচ হেরে রুপো জোটে ভারতীয় মহিলা ক্রিকেট দলের কপালে

চার বছর আগের মতোই পুরুষদের ডাবলসে রুপো জেতেন শরথ কমল ও সাথিয়ান জ্ঞানসেকরন

১০ হাজার মিটার রেস ওয়াকে ভারতকে ব্রোঞ্জ এনে দেন সন্দীপ কুমার

জ্যাভলিন থ্রোয়ার আন্নু রানিও ব্রোঞ্জ জেতেন

১৬ বছর পর ঐতিহাসিক পদক আসে ভারতীয় মহিলা হকি দলের ঘরেও, ব্রোঞ্জ জেতেন সবিতা পুনিয়ারা