চতুর্থ টি-টোয়েন্টিতে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ

রোহিত শর্মা এদিন চোট সারিয়ে দলে ফিরে শুরুটা দারুণ আগ্রাসী মেজাজে করলেও ৩৩ রান করেই সাজঘরে ফেরেন

সূর্যকুমারও ১৪ বলে ২৪ রান করেই আউট হয়ে যান

দীপক হুডা ও ঋষভ পন্থ এরপর ইনিংসের হাল ধরেন

হুডা ২১ রান করে আউট হয়ে গেলেও পন্থ ভারতের হয়ে ম্যাচে সর্বাধিক ৪৪ রানের ইনিংস খেলেন

শেষের দিকে অক্ষর পটেলের ৮ বলে ২০ রানের ইনিংসের সুবাদে ভারত ১৯১/৫ করে

নিরন্তর উইকেট হারানোয় ওয়েস্ট ইন্ডিজ কোনও সময়েই ম্যাচ জিততে পারে বলে মনে হয়নি

শেষমেশ ১৩২ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ ইনিংস, ৫৯ রানে ম্যাচ ও সিরিজ জেতে ভারত

গত দুই ম্যাচে ব্যর্থতার পর এদিন ভাল বোলিং করে দুই উইকেট নেন আবেশ খান

তবে ম্যাচে ভারতের হয়ে সর্বাধিক তিন উইকেট নিয়ে আবারও প্রভাবিত করেন অর্শদীপ সিংহ