ডায়াবেটিসের কারণে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। ডায়াবেটিকদের কিডনির রোগের ঝুঁকিও থাকে। নির্দিষ্ট সময় অন্তর কিডনির স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক। যে কোনও স্ট্রোক অত্যন্ত প্রাণঘাতী। ডায়াবেটিকদের স্ট্রোকের আশঙ্কা বেশি থাকে। দীর্ঘদিন নিয়ন্ত্রণহীন ডায়াবেটিস স্নায়ুর ক্ষতি করে। অত্যধিক ব্লাড সুগার চোখের জন্য ক্ষতিকর। দৃষ্টিশক্তির ক্ষতি হয়। গ্লুকোমা, ডায়াবেটিক রেটিনোপ্য়াথির ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। টাইপ টু ডায়াবেটিস শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতায় ধাক্কা দেয়। যাঁদের রক্তে শর্করার পরিমাণ বেশি থাকে তাঁদের একটি বড় অংশের দাঁতের ক্ষয় বেশি হয়।