অ্যাপের মাধ্যমে পর্ন ফিল্মের ব্যবসা। মুম্বইয়ে শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার। অভিনেত্রীদের চাপ দিয়ে অশ্লীল ভিডিও। উই চ্যাট অ্যাপে ক্লিপিং বিদেশ হয়ে অ্যাপে আপলোডের অভিযোগ।
মুম্বই পুলিশের দাবি, 'গোটা ঘটনার নেপথ্যে মূল ষড়যন্ত্রকারী মনে করা হচ্ছে রাজ কুন্দ্রাকে। ওঁর বিরুদ্ধে আমাদের হাতে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে'
পুলিশে অভিযোগে দায়ের হওয়ার পরই আগাম জামিনের আবেদন করেছিলেন রাজ। তবে তাতে শেষরক্ষা হল না। গ্রেফতারই হতে হল নামী ব্যবসায়ীকে।
দু'বছর পর আইপিএলে রাজস্থান প্রত্যাবর্তন ঘটালেও, রাজকে আর কখনওই সামনের সারিতে দেখা যায়নি। যদিও অনেকে বলে থাকেন, পিছন থেকে দল পরিচালনা করেন রাজই।
২০০৯ সালের ২২ নভেম্বর অভিনেত্রী শিল্পা শেট্টির সঙ্গে বিয়ে হয় রাজের। প্রচারের আলোয় আসেন এই ব্যবসায়ী।
সোশ্যাল মিডিয়ায় নেটাগরিকরা প্রবল কটাক্ষ করেন রাজ ও শিল্পাকে। তাঁদের পুরনো ভিডিও ভরে ওঠে কমেন্টে