করোনার ৩-৪ সপ্তাহের মাথায় নানারকম উপসর্গ নিয়ে আসছে শিশু

বড়দের ক্ষেত্রে যেমন ফুসফুসের ওপর প্রভাব পড়ছে, তেমনই শিশুদের ক্ষতি হচ্ছে হৃদপিণ্ডের

৩ থেকে ১২ বছরের শিশুদের মধ্যে করোনা পরবর্তী জটিলতা বেশি

ভয় ধরাচ্ছে অন্যান্য অঙ্গের সমস্যাও

কার্ডিয়াক ভালবে ইনফ্লামেশন বা প্রদাহ হতে পারে।

যাকে বলে ভালভোলাইটিস।

কী কী উপসর্গ মূলত দেখা যাচ্ছে ? গলার গ্ল্যান্ড ফোলা দেখা যাচ্ছে

ঠোঁট ফেটে যাচ্ছে। লাল হয়ে থাকছে।

ত্বকে গুটি গুটি rash

কনজাংটিভাইটিস এর মত চোখ লাল, কিন্তু পুঁজ নেই

গলার গ্ল্যান্ড ফোলা দেখা যাচ্ছে

সবাইয়েরই যে সব উপসর্গ দেখা দিচ্ছে এমনটা মোটেই নয়

মাথায় অসহ্য যন্ত্রণা ইত্যাদি সমস্যা দেখা দিচ্ছে