পুজোয় কোভিড মুক্ত থাকতে প্রথমেই ভিড় এড়িয়ে যান।
এসি ক্যাফেটিরিয়ায় অবশ্যই মাস্ক পরে যান।
পুজোয় একই মাস্ক রোজ পরবেন না।
জ্বর এলে কোভিড টেস্ট করাবেন।
গুজব রটাবেন না।
আরটি-পিসিআর পরীক্ষ করাবেন।
পুজোয় বেরোলে ঠান্ডা জল বেশি খাবেন না।
পুজোয় বেশি স্পাইস ফুড এড়িয়ে যান।
ইমিউনিটি ঠিক থাকলে কোভিডের সঙ্গে যুদ্ধ করা সম্ভব হবে।
পুজোয় কোভিড বিধি মেনে ভাইরাস মুক্ত থাকুন।