নিমরত কউরের সঙ্গে অভিষেক বচ্চনের সম্পর্কের খবর একসময় শিরোনাম কেড়েছিল। তবে এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গেও তাঁর নাম জড়িয়েছিল।
ABP Ananda

নিমরত কউরের সঙ্গে অভিষেক বচ্চনের সম্পর্কের খবর একসময় শিরোনাম কেড়েছিল। তবে এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গেও তাঁর নাম জড়িয়েছিল।



কে সেই ক্রিকেটার? তিনি রবি শাস্ত্রী। দুইজনকে কিন্তু বহু জায়গায় একসঙ্গে দেখাও গিয়েছিল।
ABP Ananda

কে সেই ক্রিকেটার? তিনি রবি শাস্ত্রী। দুইজনকে কিন্তু বহু জায়গায় একসঙ্গে দেখাও গিয়েছিল।



নব্বইয়ের দশকে মাধুরী দীক্ষিতকে পছন্দ করতেন না, এমন ব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল।
ABP Ananda

নব্বইয়ের দশকে মাধুরী দীক্ষিতকে পছন্দ করতেন না, এমন ব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল।



ভারতীয় ক্রিকেটার অজয় জাডেজাও সেই তালিকার অংশ ছিলেন বলে শোনা যায়।
ABP Ananda

ভারতীয় ক্রিকেটার অজয় জাডেজাও সেই তালিকার অংশ ছিলেন বলে শোনা যায়।



ABP Ananda

ঊর্বশী রাওতেলা এবং ঋষভ পন্থ, এই দুইজনকে নিয়ে বিতর্ক, জল্পনা-কল্পনা, গুজব কোনও কিছুরই কমতি হয়নি



ABP Ananda

কিন্তু এই দুই জনের সম্পর্ক যে আদৌ কোনওদিন ছিল, সেই বিষয়ে নিশ্চিতভাবে কোনও প্রমাণই পাওয়া যায়নি



ABP Ananda

বিগ বসখ্যাত সোফিয়া হায়াতের সঙ্গে রোহিত শর্মার সম্পর্কের জোরাল গুঞ্জন শোনা গিয়েছিল বহু আগে।



ABP Ananda

তবে পরবর্তীতে সোফিয়াই জানিয়েছিলেন প্রকাশ্যে রোহিত তাঁদের সম্পর্ককে স্বীকৃতি দিতে না চাননি এবং শেষমেশ তা ভেঙেও যায়।



ABP Ananda

ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির মহিলা মহলে জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই।



ABP Ananda

একদা দীপিকা পাড়ুকোনের সঙ্গে ধোনির সম্পর্কের কিন্তু জোর জল্পনা ছিল। দীপিকার অবশ্য যুবরাজকে ডেট করার কানাঘুষোও শোনা গিয়েছিল।