রোহিতের সম্পর্কে বহুদিন ধরেই এক অপবাদ রয়েছে যে তিনি সব জিনিসপত্র না কি ভুলে যান।
ABP Ananda

রোহিতের সম্পর্কে বহুদিন ধরেই এক অপবাদ রয়েছে যে তিনি সব জিনিসপত্র না কি ভুলে যান।



ভারতীয় ক্রিকেটের পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তাঁকে যখন জিজ্ঞেস করা হয় তাঁর সতীর্থরা কী নিয়ে তাঁকে খচান, তখন এই বিষয়টিই তুলে ধরেন তিনি।
ABP Ananda

ভারতীয় ক্রিকেটের পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তাঁকে যখন জিজ্ঞেস করা হয় তাঁর সতীর্থরা কী নিয়ে তাঁকে খচান, তখন এই বিষয়টিই তুলে ধরেন তিনি।



রোহিতের দাবি তিনি পাসপোর্ট, ওয়ালেট ভুলে রেখে চলে গিয়েছিলেন।
ABP Ananda

রোহিতের দাবি তিনি পাসপোর্ট, ওয়ালেট ভুলে রেখে চলে গিয়েছিলেন।



তবে সেই সময়টা বহুদিন আগের, প্রায় দুই দশক আগের বলে জানান রোহিত।
ABP Ananda

তবে সেই সময়টা বহুদিন আগের, প্রায় দুই দশক আগের বলে জানান রোহিত।



ABP Ananda

এরপরেই রোহিতের দাবি গোটা বিষয়টা এখন আর একেবারেই হয় না।



ABP Ananda

এরপরেই তাঁকে স্মৃতি মান্ধানা সটান জিজ্ঞেস করেন রোহিত সবথেকে বড় কোন জিনিস ভুলে গিয়েছেন।



ABP Ananda

রোহিত এই প্রশ্নের জবাব এড়িয়েই যান। তিনি বলেন এটা তিনি বলতে পারবেন না।



ABP Ananda

কারণ হিসাবে তিনি বলেন তাঁর স্ত্রী এই প্রোগামটা দেখলে তিনি সমস্যায় পড়ে যাবেন।



ABP Ananda

অতীতে শোনা গিয়েছিল অতীত নিজের ভুলে যাওয়ার অভ্যাসের ফলে না কি স্ত্রী রীতিকাকে তিনি যে আংটি দেবেন, সেটা নিজের সঙ্গে নিতেই ভুলে গিয়েছেন।



ABP Ananda

গোটা বিষয়টা যে খানিকটা হাসির এবং খানিকটা লজ্জারও, তা বলাই বাহুল্য।