রোহিতের সম্পর্কে বহুদিন ধরেই এক অপবাদ রয়েছে যে তিনি সব জিনিসপত্র না কি ভুলে যান।



ভারতীয় ক্রিকেটের পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তাঁকে যখন জিজ্ঞেস করা হয় তাঁর সতীর্থরা কী নিয়ে তাঁকে খচান, তখন এই বিষয়টিই তুলে ধরেন তিনি।



রোহিতের দাবি তিনি পাসপোর্ট, ওয়ালেট ভুলে রেখে চলে গিয়েছিলেন।



তবে সেই সময়টা বহুদিন আগের, প্রায় দুই দশক আগের বলে জানান রোহিত।



এরপরেই রোহিতের দাবি গোটা বিষয়টা এখন আর একেবারেই হয় না।



এরপরেই তাঁকে স্মৃতি মান্ধানা সটান জিজ্ঞেস করেন রোহিত সবথেকে বড় কোন জিনিস ভুলে গিয়েছেন।



রোহিত এই প্রশ্নের জবাব এড়িয়েই যান। তিনি বলেন এটা তিনি বলতে পারবেন না।



কারণ হিসাবে তিনি বলেন তাঁর স্ত্রী এই প্রোগামটা দেখলে তিনি সমস্যায় পড়ে যাবেন।



অতীতে শোনা গিয়েছিল অতীত নিজের ভুলে যাওয়ার অভ্যাসের ফলে না কি স্ত্রী রীতিকাকে তিনি যে আংটি দেবেন, সেটা নিজের সঙ্গে নিতেই ভুলে গিয়েছেন।



গোটা বিষয়টা যে খানিকটা হাসির এবং খানিকটা লজ্জারও, তা বলাই বাহুল্য।