ব্যাট হাতে নামলেই তিনি রেকর্ড গড়েন, তিনি বিরাট কোহলি

কিছুদিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন

তবে বিরাট কোহলিও এই পাঁচটি রেকর্ড কখনওই ভাঙতে পারবেন না

কেরিয়ারে ২০০ টেস্ট খেলেছিলেন সচিন তেন্ডুলকর, যা সর্বাধিক যে কোনও ক্রিকেটারের

বিরাট কোহলি ১১৩ টেস্ট খেলেছেন, তাঁর পক্ষে এই রেকর্ড ভাঙা অসম্ভবই

টেস্ট ক্রিকেটে বিরাট সচিনের রানের রেকর্ডও ভাঙতে পারবেন না কখনও

৮৮৪৮ রান করেছেন বিরাট, সচিনের রানের সংখ্যা টেস্টে তাঁর দ্বিগুণ প্রায়

রোহিতের ওয়ান ডে ফর্ম্য়াটে এক ইনিংসে সর্বাধিক ২৬৪ রানের রেকর্ডও হয়ত ভাঙতে পারবেন না বিরাট

বয়স ৩৬ ছুঁইছুঁই বিরাটের পক্ষে একশো সেঞ্চুরির রেকর্ড ভাঙাও কিন্তু অসম্ভবই বলা চলে

টি-টোয়েন্টিকে বিদায় জানানো বিরাটের এখন রেকর্ড গড়ার জন্য ওয়ান ডে ও টেস্ট ফর্ম্য়াটই রয়েছে