৪ বছরের জেল প্রাক্তন মাইকেল স্লেটারের
গার্হস্থ্য হিংসা, এক মহিলাকে গলা টিপে ধরার অভিযোগ উঠেছে
শারীরিক হিংসা সহ ১০টি অভিযোগ প্রাক্তন অজির বিরুদ্ধে
২০২৩ সালে কুইন্সল্যান্ডে এক মহিলাকে হেনস্থা করেছিলেন স্লেটার
গভীর রাতে সেই মহিলার বাড়িও ঢুকে পড়তেন প্রাক্তন ক্রিকেটার
পুলিশে না জানানোর জন্য আত্মহত্যার হুমকি দিয়ে ব্ল্যাকমেইলও করতেন
২০২৪ সালে স্লেটারকে গ্রেফতার করা হয়েছিল
অতিরিক্ত মদ্যপানের জন্যই হুঁশ হারিয়ে ফেলেন বলে স্লেটারের বিরুদ্ধে অভিযােগ
এক বছর কারাবাস কাটানোর পর আপাতত প্যারোলে মুক্তি পেয়েছেন স্লেটার
অস্ট্রেলিয়ার হয়ে ৭৪ টেস্ট ও ৪২ ওয়ান ডে খেলেছিলেন স্লেটার