মতান্তরে সর্বকালের সেরা ক্রিকেটারের কিছু ভাললাগা, ভালবাসার বিষয়গুলি জেনে নেওয়া যাক

Published by: ABP Ananda

কারুর জন্য তিনি 'ক্রিকেটের ঈশ্বর' তো কারুর জন্য 'লিটল মাস্টার', আজ সেই সচিন তেন্ডুলকরের ৫২তম জন্মদিন।

সচিন সঙ্গিতপ্রেমী। তাঁর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিখ্যাত সঙ্গীতশিল্পীদের সঙ্গে ছবি দেখা যায়।



সচিন কিন্তু নিজেও অতীতে প্লে-ব্যাক করেছেন। গান করতে ভালবাসেন তিনি।

অনেকেই জানেন না তিনি একজন তবলা বাদকও বটে।

ক্রিকেটার হলেও সচিন কিন্তু মিষ্টি খেতে ভীষণই ভালবাসেন।

গোলাপ জাম ও রসগোল্লা সচিনের পছন্দের মিষ্টি তালিকার একেবারে শীর্ষে রয়েছে।

ক্রিকেটের পাশাপাশি ফর্মুলা ওয়ান রেসিং সচিনের পছন্দের ক্রীড়াগুলির অন্যতম।

সচিনের গাড়ির প্রতি ভালবাসা মোটামুটি সকলেই জানেন। বিএমডব্লুর আই-৮ তাঁর প্রিয় গাড়ি।

বর্তমানে অবসরপ্রাপ্ত সচিনকে প্রায়শই ভিন্ন ভিন্ন দেশ, স্থানে দেখা যায়। তিনি যে ঘুরতে পছন্দ করেন, তা কিন্তু বলার জো রাখে না।