শুক্রবার, ২৬ জুলাই গৌতম গম্ভীরের স্ত্রী নাতাশার জন্মদিন

শ্রীলঙ্কায় থাকলেও দিনটি ভোলেননি ভারতীয় দলের নবনিযুক্ত কোচ গম্ভীর


সোশ্যাল মিডিয়ায় লিখলেন, 'আমার সবচেয়ে প্রিয় মানুষটিকে অনেক ভালবাসা'


গম্ভীর-নাতাশার প্রেম আর বিয়ে সিনেমার গল্পের মতো


দুজনেরই বাবা পেশায় ব্যবসায়ী, পরস্পরের বন্ধুও


ছেলে ও মেয়ের বিয়ে দেওয়ার জন্য রীতিমতো ঘটক লাগিয়েছিলেন


গম্ভীর ও নাতাশার আলাপ হয়, সেখান থেকে প্রেম, তবে বিয়ের আগে নাতাশাকে অদ্ভুত শর্ত দেন গৌতি


গম্ভীর নাতাশাকে বলেছিলেন, ২০১১ বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত বিয়ে করবেন না


সেটাই ছিল গম্ভীরের কেরিয়ারে প্রথম ওয়ান ডে বিশ্বকাপ



দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করে তবেই সাত পাকে বাঁধা পড়েন গম্ভীর (ছবি-গম্ভীরের ইনস্টাগ্রাম থেকে নেওয়া)