ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ নিযুক্ত হয়েছেন গৌতম গম্ভীর



রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হলেন তিনি



রোহিত শর্মা-বিরাট কোহলিদের কোচ হিসাবে কত টাকা বেতন পাবেন গম্ভীর?



ভারতীয় দলের কোচ হিসাবে বছরে ১২ কোটি টাকা পেতেন রাহুল দ্রাবিড়



শোনা যাচ্ছে, গম্ভীরের চুক্তির অঙ্কটা তার চেয়েও বেশি



সঙ্গে থাকছে মোটা অঙ্কের ডেলি অ্যালাওয়েন্স



প্রত্যেক দিনের জন্য ২১ হাজার টাকা করে ডিএ পেতে পারেন গম্ভীর



থাকছে কোনও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলে বা ট্রফি জিতলে বোনাস অর্থের হাতছানিও



সব মিলিয়ে দ্রাবিড়ের চেয়ে অনেকটাই বেশি অর্থ পাবেন গম্ভীর



জুলাইয়ের শেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ দিয়ে শুরু হচ্ছে কোচ গম্ভীরের ইনিংস