জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টি জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রিঙ্কু সিংহ



৫ ছক্কাসমেত ৪৮ রানের ইনিংসেই দুই তারকাকে পিছনে ফেললেন তিনি



টি-২০-তে ১৯ ও ২০ ওভারে ৪৮ বল খেলে ১৭টি ছয় মেরে ফেললেন রিঙ্কু



ছয় ছক্কার মালিক যুবরাজ সিংহ সেখানে ৫০ বল খেলে মেরেছেন ১৩টি ছয়



সূর্যকুমারও ১৪ ছয় মেরে তালিকায় রিঙ্কুর পরেই



১৯ ছক্কা মেরে তালিকায় রিঙ্কুর আগে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি



টপ অর্ডার ব্যাটার হলেও,এই তালিকায় কিন্তু বিরাট কোহলিও রয়েছেন



১৫৮ বল খেলে তিনি ১৯, ২০ ওভারে মোট ২৪টি ছয় মেরেছেন



ভারতীয় হিসাবে হিসাবে শেষ দুই ওভারে সর্বাধিক ছয় মারার কৃতিত্ব হার্দিক পাণ্ড্যর দখলে



হার্দিক ১৯৩ বল খেলে ৩২টি ছয় মেরেছেন