চার বছর সংসার করার পর সদ্যই বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছেন হার্দিক নাতাশা তবে শুধু হার্দিক নন, আরও একাধিক প্রসিদ্ধ ক্রিকেটারেরও বিবাহ ভেঙেছে গত বছরই আয়েশা মুখোপাধ্যায় ও শিখর ধবনের বিবাহবিচ্ছেদ ঘটে নিকিতার সঙ্গে দীনেশ কার্তিক বিবাহ বিচ্ছেদ ঘটেছিল ২০১২ সালে মহম্মদ আজহারউদ্দিনের তো ১৯৯৬ সালে নৌরিন এবং ২০১০ সালে সঙ্গীতা বিজলানির সঙ্গে দুইবার ডিভোর্স হয় ২০০৫ সালে বিবাহবিচ্ছেদের মুখোমুখি হন কিংবদন্তি শেন ওয়ার্নও মহম্মদ শামি এবং হাসিন জাহানের বিবাহবিচ্ছেদ নিয়ে জলঘোলা এখনও অব্যাহত ২০০৫ সালে বিনোদ কাম্বলি ও নোয়েলা লুইসের বিচ্ছেদ ঘটেছিল কিংবদন্তি প্রোটিয়া অধিনায়ক গ্রেম স্মিথ ও মর্গান ডিন ২০১৫ সালে আলাদা থাকার সিদ্ধান্ত নেন এ বছরই টেনিস কিংবদন্তি সানিয়া মির্জা ও তারকা ক্রিকেটার শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদ ঘটে