ভারতীয় তরুণ ক্রিকেটার পৃথ্বী শ আপাতত জাতীয় দলের থেকে খানিকটা দূরে রয়েছেন।



তিনি নিজের অনবদ্য ক্রিকেট প্রতিভার জন্য শিরোনাম কেড়েছিলেন।



তবে তাঁর ব্যক্তিগত জীবনও চর্চায় থাকে। তাঁর বান্ধবীর কিন্তু রুপোলি পর্দার যোগ রয়েছে।



পৃথ্বী শয়ের সঙ্গে নিধি তাপাদিয়ার সম্পর্কের জোর গুজব শোনা যায়।



দুইজনের কেউই নিজেদের সম্পর্কে সিলমোহর দেননি তবে।



পৃথ্বী ও নিধিকে আইফা অ্যাওয়ার্ডে প্রথমবার একসঙ্গে সর্বসমক্ষে দেখা যায়।



মাঠেও আইপিএলের ম্যাচে পৃথ্বীর দলের হয়ে একাধিকবার তাঁকে গলা ফাটাতে দেখা গিয়েছে।



মহারাষ্ট্রের মেয়ে নিধিকে কিন্তু 'জাট্টা কোকা'-র মতো হিট পাঞ্জাবি গানে দেখা গিয়েছে।



এছাড়া টেলিভিশনে অভিনয়, বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কোলাব করতেও দেখা যায় তাঁকে।



নিধি কিন্তু অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি কমার্স নিয়ে নিজের পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছেন।