ক্রিকেট আর রুপোলি পর্দার মেলবন্ধন নতুন কিছু নয়। আইপিএলই এর জলজ্যান্ত উদাহরণ।



শাহরুখ খান, প্রীত জিন্টার মতো অভিনেতা, অভিনেত্রীদের ফ্র্যাঞ্চাইজি রয়েছে আইপিএল।



এবার সলমন খানও এক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের মালিক হলেন।



নয়াদিল্লির ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেলেন বলিউড মহাতারকা।



তবে আইপিএল নয়, আইএসপিএল অর্থাৎ ভারতীয় স্ট্রিট প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি কিনলেন সলমন।



এই লিগে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, হৃতিক রোশন, সঈফ আলি খান-করিনা কপূরদেরও কিন্তু দল রয়েছে।



দিন প্রতিদিন এই লিগের জনপ্রিয়তা বেড়েছে। গত বছর টুর্নামেন্টের টিভি ভিউয়ারশিপ ৪৭ শতাংশ বাড়ে।



এবার টুর্নামেন্টের তৃতীয় মরশুমে নতুন দল হিসাবে নয়াদিল্লি যুক্ত হল এবং তারই মালিক হলেন সলমন।



এই টুর্নামেন্ট তৃণমূল স্তরে ক্রিকেটারদের উন্নতিতে সাহায্য করে এবং তাঁদের মঞ্চ দেয় বলে মত সলমনের।



অভিষেক দালোর এই টুর্নামেন্ট খেলার পরেই কিন্তু কেকেআরের নেট বোলার হিসাবে ডাক পেয়েছিলেন।