ওপেনিংয়ে রোহিত শর্মা নামবেন পাক ম্য়াচেও চার নম্বর স্লটে সূর্যকুমার, যদিও তিনি ফর্ম খুঁজছেন স্পিনার অলরাউন্ডার হিসেবে খেলবেন রবীন্দ্র জাডেজা উইনিং কম্বিনেশন না ভাঙলে অক্ষর পটেল খেলছেন আগামীকাল পেস বিভাগের নেতৃত্ব থাকবে যশপ্রীত বুমরার ওপর সিরাজও খেলবেন দ্বিতীয় পেসার হিসেবে একাদশে বিরাট কোহলিকে নিয়ে প্রশ্ন উঠলেও ওপেনে তিনিই হয়ত নামবেন নজরকাড়া পারফরম্যান্সের খোঁজে রয়েছেন শিবম দুবেও উইকেটের পেছনে দেখা যাবে ফর্মে থাকা ঋষভ পন্থকে অর্শদীপকে দেখা যাবে পেস বোলিং বিভাগে