প্রথমে নির্ধারিত সময়ে বল হাতে ২ উইকেট তারপর সুপার ওভারে সুপার বোলিং রাতারাতি নায়ক হয়ে গিয়েছেন সৌরভ নেত্রাভালকর তাঁর দাপটেই পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছে আমেরিকা কে এই সৌরভ নেত্রাভালকর? ভারতে জন্ম, বিখ্যাত আইটি সংস্থা ওরাকলের উচ্চপদস্থ পূর্ণ সময়ের কর্মী পাকিস্তান-বধের পর ওরাকল সংস্থাও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সৌরভের কর্নেল বিশ্ববিদ্যালয়ের স্নাতক মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ২০১৫ সালে আমেরিকায় চলে যান সৌরভ, তার প্রায় এক দশক পরে ক্রিকেট মাঠে খ্যাতি পেলেন