বর্তমান দলের একজন তারকাও নেই প্রথম তিনে, তাহলে সম্পত্তির পরিমাণে শীর্ষে কে?

Published by: ABP Ananda

ভারতীয় পুরুষ ক্রিকেট দলের বর্তমান কোচ গৌতম গম্ভীরের নাম এই তালিকায় দশে রয়েছে। গৌতি আনুমানিক ১৮৮ কোটি ৬০ লক্ষ টাকার মালিক।

ভারতীয় ওয়ান ডে অধিনায়ক রোহিত শর্মা কিন্তু এই তালিকায় বেশ খানিকটা পিছিয়ে। নয় নম্বরে থাকার রোহিত আনুমানিক ১৯৬ কোটি ৮০ লক্ষ টাকার মালিক।

বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না জাতীয় দল, আইপিএলের পাশাপাশি বিদেশি লিগেও খেলেছেন। এর পাশাপাশি তাঁর রেস্তোরাঁও রয়েছে। রায়নার সম্পত্তির পরিমাণ প্রায় ২০৫ কোটি টাকা।

ভারতীয় দলের দুই বিশ্বকাপ জয়ের কারিগর, যুবরাজ সিংহের সম্পত্তির পরিমাণ প্রায় ২৯০ কোটি ৫০ লক্ষ টাকার কাছাকাছি।

৩৭৩ কোটি ৫০ লক্ষ টাকার মালিক প্রাক্তন ভারতীয় ওপেনার বীরন্দ্র সহবাগ।

অবসরের এতদিন পরেও সৌরভ গঙ্গোপাধ্যায় একাধিক ব্র্যান্ডের মুখ। তাঁকে টেলিভিশন শোতেও দেখা গিয়েছেন। তাঁর আনুমানিক সম্পত্তির পরিমাণ ৪১৫ কোটি টাকা।

বর্তমান ক্রিকেটবিশ্বের 'পোস্টারবয়' বিরাট কোহলি কিন্তু প্রথম তিনের বাইরে রয়েছেন চার নম্বরে। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৭৭২ কোটি।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর সম্পত্তির পরিমাণ আনুমানিক ৯১৩ কোটি টাকা।

কোহলির বহুদিন আগে অবসর নিলেও, এখনও সম্পত্তির বিষয়ে তাঁর থেকে এগিয়ে সচিন। তাঁর প্রায় ১২৪৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে।

এই তালিকার শীর্ষে অজয় জাডেজা। জামনগরের রাজপরিবারের উত্তরসূরি ঘোষিত হওয়ার পর জাডেজার সম্পত্তির পরিমাণ বেড়ে ১৪৫০ কোটি হয়েছে বলে খবর।