ফিটনেস পরীক্ষায় কোহলিকেও হার মানান এই ভারতীয় ক্রিকেটাররা

Published by: ABP Ananda

২০১৭ সাল থেকে ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস পরিমাপের জন্য ইয়ো ইয়ো টেস্টের প্রচলন ঘটে

যুবরাজ সিংহ এবং সুরেশ রায়নারা এই টেস্টে ব্য়র্থ হয়েই নাকি জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন

ভারতীয় দলের সবথেকে ফিট ক্রিকেটারের কথা উঠলেই মাথায় আসে বিরাট কোহলির নাম

কোহলির থেকে ফিট ভারতীয় ক্রিকেটার রয়েছেন এবং এক নয় একাধিক ক্রিকেটার রয়েছেন

ভারতীয় দলের ইয়ো ইয়ো টেস্টে ১৬.১ স্কোর থাকা আবশ্যক হলেও, কোহলির স্কোর ১৯

তালিকায় যার নামব প্রথমেই বলতে হলে, তিনি হলেন কোহলির প্রাক্তন সতীর্থ মণীশ পাণ্ডে

আউটফিল্ডে একাধিক অনবদ্য ক্যাচ নেওয়া মণীশের ইয়ো ইয়ো টেস্টের স্কোর ৯.২

তালিকায় এরপর রয়েছেন ময়ঙ্ক ডগার। দুই বছর আগে নিজের সোশ্যাল মিডিয়ায় ময়ঙ্ক ১৯.৩ ইয়ো ইয়ো টেস্টের স্কোরের কথা জানান

দ্বিতীয় স্থানে তুলনামূলক অচেনা আমেদ বন্দে,তিনি ২০১৮ সালে ইয়ো ইয়ো টেস্টে জম্মু ও কাশ্মীরের এই তারকা ১৯.৪ পয়েন্ট সংগ্রহ করেছিলেন

আপাত দৃষ্টিতে দেখে অনেকসময় মনে না হলেও, ইয়ো ইয়ো টেস্টের নিরিখে ভারতের সবথেকে ফিট ক্রিকেটার ময়ঙ্ক আগরওয়াল

২০২৩ সেপ্টেম্বরে ভারতীয় টপ অর্ডার ব্যাটার ইয়ো ইয়ো টেস্টে রেকর্ড ২১.১ স্কোর করেন