টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে রোহিতদের কী করণীয়?

Published by: ABP Ananda

বৃষ্টিতে ভেস্তে গিয়েছে বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় টেস্ট।

এমন পরিস্থিতিতে ভারতীয় দলের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনো নিয়ে ঘোর আশঙ্কা।

তবে সিরিজ়ের বাকি দুই ম্যাচ টিম ইন্ডিয়া জিতলে বাকি ফলাফল যাই হোক, ফাইনালে পৌঁছে যাবে ভারত।

সিরিজ় যদি ভারতীয় দলের পক্ষে ২-১ শেষ হয়, সেক্ষেত্রে টিম ইন্ডিয়াকে ফাইনালে পৌঁছতে অস্ট্রেলিয়াকে হয় শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ় ০-১ হারতে হবে বা ১-১ সিরিজ় ড্র হতে হবে।

চলতি সিরিজ় ২-২ ড্র হলে সেক্ষেত্রে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে ২-০ সিরিজ় হারালে, তবেই ভারত ফাইনালে পৌঁছতে পারবে।

এই ফলাফল গুলি তখনই কার্যকরী হবে যখন পাকিস্তান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের একটি ম্যাচ হারবে।

বর্ডার-গাওস্কর ট্রফি ২-২ ড্র হলে এবং অস্ট্রেলিয়া পরের সিরিজ়ে শ্রীলঙ্কাকে ২-০ হারালেও ভারত ফাইনালে যেতে পারবে।

সেক্ষেত্রে পাকিস্তানকেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-০ নিজেদের টেস্ট সিরিজ় জিততে হবে।

ফলে ভারতীয় দলের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর রাস্তা কঠিন হলেও, অসম্ভব নয়।