জ্যাসমিন ওয়ালিয়াকে নিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা কৌতূহলী হয়ে পড়েছেন কে এই জ্যাসমিন? ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ গায়িকা হার্দিক পাণ্ড্যর সঙ্গে নাকি প্রেম করছেন এই গায়িকা! গ্রিসে ছুটি কাটাতে গিয়েছেন জ্যাসমিন, ছবিও পোস্ট করেছেন গ্রিসে ছুটি কাটাচ্ছেন হার্দিকও, ছবি দিয়েছেন একই জায়গার তা থেকেই হার্দিক-জ্যাসমিনের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে জল্পনা নাতাশা স্ত্যাঙ্কোভিচের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে হার্দিকের তারপরই 'ব়্যাদার বি', 'ডার্ক হর্স' খ্যাত গায়িকার সঙ্গে হার্দিকের সম্পর্ক নিয়ে তুঙ্গে চর্চা 'বম ডিগি' গায়িকার সঙ্গে হার্দিক ছুটি কাটাচ্ছেন, জল্পনা সব মহলে নাতাশা আপাতত পুত্র অগ্যস্তকে নিয়ে সার্বিয়ায় রয়েছেন (ছবি - ফেসবুক)