অজ়িভূমে বুমরার স্বপ্নের সিরিজ়, আর কারা কী রেকর্ড গড়েছেন?

Published by: ABP Ananda

বিষণ সিংহ বেদীকে পিছনে ফেলে বিদেশের মাটিতে এক সিরিজ়ে সর্বাধিক উইকেট নেওয়া ভারতীয় হলেন বুমরা। তিনি এই সিরিজ়ে ৩২টি উইকেট নেন।

বুমরা ২০২৪ সালে টেস্টে ১৩.৭৬ গড়ে মোট ৮৬টি উইকেট নেন। যে কোনও ভারতীয় হিসাবে এক বছরে এটা সেরা।

মেলবোর্নে ২০০ টেস্ট উইকেটের গণ্ডি পার করেন বুমরা। ভারতীয় ফাস্ট বোলার হিসাবে এটা দ্রুততম।

স্টার্কের বিরুদ্ধে প্রথম ওভারে ১৬ রান করেন যশস্বী। এক ইনিংসের প্রথম ওভারে এটাই ভারতীয় ব্যাটার হিসাবে সর্বোচ্চ।

সিডনিতে ঋষভ পন্থ ১৮৪.৮৪ স্ট্রাইক রেটে ৬১ রান করেন। টেস্টে এত স্ট্রাইক রেটে ৫০-র অধিক রানের ইনিংস আর কোনও ভারতীয় খেলেননি। ২৯ বলে তাঁর হাফসেঞ্চুরিও টেস্টে অজ়িদের বিরুদ্ধে ভারতীয় হিসাবে দ্রুততম।

পন্থই প্রথম ভারতীয় উইকেটকিপার হিসাবে এক সিরিজ়ে ২৫টি উইকেট তুলতে সাহায্য করেন।

স্টিভ স্মিথ অল্পের জন্য ১০ হাজার টেস্ট রান পূরণ করতে না পারলেও ষষ্ঠ অজ়ি হিসাবে ঘরের মাঠে পাঁচ হাজার টেস্ট রান করেন। তিনি ভারতের বিরুদ্ধে সর্বাধিক টেস্ট সেঞ্চুরি হাঁকানো ব্যাটরও হয়ে যান।

পারথে শতরানের সুবাদে বিরাট কোহলিই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে দশটি সেঞ্চুরি হাঁকানো প্রথম ব্যাটার হয়ে যান।

মেলবোর্নে ১১৪ রান হাঁকানো নীতীশ কুমার রেড্ডিই প্রথম ভারতীয় ব্যাটার যিনি আট বা তাঁর নীচে ব্যাটে নেমে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি হাঁকিয়েছেন।