বুম বুম

বল হাতে যশপ্রীত বুমরার প্রলয় চলছে

স্বপ্নের ২০২৪

২০২৪ সালে এমন কিছু কীর্তি গড়েছেন বুমরা, যা বিশ্বের যে কোনও পেসারের কাছে স্বপ্ন

একাই একাত্তর

২০২৪ সালে ১৩ টেস্টে ৭১ উইকেট নিয়েছেন বুমরা, যা গত বছরে কোনও বোলারের সর্বোচ্চ

পেরলেন ইমরানকে

১৯৮২ সালে টেস্টে ৬২ উইকেট নিয়েছিলেন ইমরান, পাকিস্তানের বাকি বোলাররা মিলিয়ে নিয়েছিলেন ৫৫টি

এগিয়ে বুমরা

বুমরার ৭১ উইকেটের পাশে ভারতের বাকি বোলাররা মিলিয়ে নিয়েছেন ৬৩ উইকেট

বোলিং গড়ে সেরা

টেস্টে অন্তত ২০০ উইকেট রয়েছে, এরকম বোলারদের মধ্যে বুমরার গড় সেরা, ১৯.৪৩

কিংবদন্তিদের পেরলেন

বুমরার পরের চারজন ম্যালকম মার্শাল (বোলিং গড় ছিল ২০.৯৪), জোয়েল গার্নার (২০.৯৭), অ্যামব্রোজ (২০.৯৯), ফ্রেডি ট্রুম্যান ২১.৫৭

টি-২০-তেও চ্যাম্পিয়ন

টি-২০ বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করার পথে ওভার প্রতি ৪.১৭ রান করে খরচ করেছিলেন বুমরা, যা রেকর্ড

আইপিএলেও সেরা

গত আইপিএলে ওভার প্রতি ৬.৪৮ রান খরচ করেন বুমরা, যেখানে বাকি পেসাররা প্রত্যেক ওভারে গড়ে ৯.৭৮ রান দেন

উইকেটের সেঞ্চুরি

২০২৪ সালে ওয়ান ডে খেলেননি বুমরা, টেস্ট ও টি-২০ মিলিয়ে ১০৬টি উইকেট নেন