২০২৪ সাল সদ্যই শেষ হয়েছে। গত বছরটা বুমরারই ছিল বটে।



চলতি বর্ডার-গাওস্কর ট্রফিরও সর্বোচ্চ উইকেটশিকারি তিনি।



২০২৪ সালে তিনি নিয়েছেন মোট ৭১টি টেস্ট উইকেট।



গত বছর মাত্র ১৪.৯২ গড়ে নিয়েছেন তিনি নিজের উইকেটগুলি নিয়েছেন। এটা সর্বকালীন রেকর্ড।



এত কম গড়ে টেস্টে এক বছরে ৭০ বা ততোধিক উইকেট নেওয়ার কৃতিত্ব আর কারুর নেই।



ভারতীয় তারকা পিছনে ফেললেন মুরলিধরন, শেন ওয়ার্ন, ডেল স্টেইনের মতো বোলারদের।



২০০৬ সালে মুথাইয়া মুরলিধরন ১৬.৯০ গড়ে ৯০টি উইকেট নিয়েছিলেন। সেই রেকর্ড ভেঙে ফেললেন বুমরা।



রেটিং পয়েন্টে ইতিহাসও গড়েছেন যশপ্রীত বুমরা।



আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী বুমরার রেটিং পয়েন্ট ৯০৭, যা ভারতীয় হিসাবে সর্বকালের রেকর্ড। এত পয়েন্ট আর কোনদিন কোনও ভারতীয় বোলার পাননি।



ভারতীয় সমর্থকরা আশা করবেন ২০২৫-এর নতুন বছরে যেন সেই পুরনো বুমরাকেই দেখা যায়।