মহেন্দ্র সিংহ ধোনি ও সাক্ষী ধোনির প্রেমকাহিনিটা একেবারেই সিনেমার মতো। অন্তত ধোনির বায়োপিকে তেমনটাই দেখিয়েছিল।



তবে সিনেমা দেখে অনেকেরই ধারণা হয় যে ধোনি ও সাক্ষীর বোধহয় কলকাতার পাঁচতারা হোটেলই প্রথম সাক্ষাৎ হয়।



এমনটা কিন্তু নয়। মাহি ও সাক্ষী ছোটবেলা থেকেই একে অপরকে চেনেন।



দুইজনে অতীতে একই স্কুলে পড়তেন। তবে সাক্ষীর পরিবার দেরাদুনে চলে যাওয়ায় প্রাথমিকভাবে তাঁদের বিচ্ছেদ হয়।



তবে ভাগ্যের খেলায় তাঁদের পুনরায় দেখা হয়, তাও আবার কলকাতাতে।



ধোনি তখন ভারতীয় ক্রিকেটের তারকা এবং সাক্ষী কলকাতার হোটেলে ইন্টার্ন।



পুনরায় দেখা হওয়ার পর তাঁদের বন্ধুত্ব বাড়ে এবং তা প্রেমে পরিণত হয়।



২০১০ সালে দুইজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন।



২০১৫ সালে সাক্ষী ও মাহির একমাত্র মেয়ে জ়িভার জন্ম হয়।



বিয়ের ১৫ বছর পর ধোনি ও সাক্ষী আজও কিন্তু একইভাবে চর্চার কেন্দ্রে এবং দুইজনে শান্তিতে সংসারও করছেন।