প্রাক্তন স্ত্রী আয়েষার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে বেশ কয়েকদিন।



এরপর বহুদিন ধরেই শিখর ধবনের রিলেশনশিপ স্টেটাস নিয়ে জল্পনা শোনা যাচ্ছিল।



সেইসব জল্পনায় জল ঢেলে অবশেষে সর্বসমক্ষে সোফি সাইনের সঙ্গে নিজের সম্পর্কে সিলমোহর দেন ধবন।



দুইজনের কোথায় দেখা, কীভাবে প্রেমের শুরু, সেই বিষয়গুলি খোলসা করেন ধবন ও সোফিয়া।



সোফির দাবি ধবনের চোখ তাঁর অত্যন্ত পছন্দের, সেই চোখের প্রেমেই পড়েন তিনি।



দুইজনে দুবাইয়ের এক রেস্তোঁরায় একে অপরকে প্রথমবার দেখেন বলে জানান তাঁরা।



সোফি আইরিশ হলেও তিনি আবু ধাবিতেই থাকেন।



অতীতে তাঁকে একাধিকবার মাঠে দেখা গিয়েছে।



তাঁদের সম্পর্ক নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল, তবে তা শেষ হয়েছে।



দুইজনেই কিন্তু একসঙ্গে ঘুরতে যাওয়ার একাধিক ছবিও নিজেদের সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন।