ক্রিকেট মাঠে সবরকম সাফল্যই অর্জন করা হয়ে গিয়েছে মহেন্দ্র সিংহ ধোনির
বলকে বাউন্ডারির বাইরে ওড়ানোর জন্য বিখ্যাত ধোনি
ফিটনেসে যে কোনও সেরা অ্যাথলিটকে টক্কর দিতে পারেন মাহি
দুই উইকেটের মাঝে দৌড়ে বিশ্বের সর্বকালের সেরাদের একজন ধোনি
কোথা থেকে এত শক্তি পান ভারতের হয়ে জোড়া বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক ধোনি?
ধোনির শক্তির নেপথ্যে তাঁর খাদ্যাভ্যাস
ধোনি স্বল্প তেল-মশলাযুক্ত বাটার চিকেন খেতে ভালবাসেন
ধোনি নিজেই বলেছেন যে সপ্তাহে ৬ দিন বাটার চিকেন চাই তাঁর
ধোনির স্ত্রী সাক্ষী জানিয়েছেন, চিকেন নান খেতেও প্রবল ভালবাসেন ক্যাপ্টেন কুল
ক্যালরি, প্রোটিং থেকে শুরু করে বিভিন্ন খনিজ, ভিটামিন বি ওয়ান ও বি টুয়ে সমৃদ্ধ চিকেন, তাই খেয়েই ধোনির পাওয়ার গেম