গত নভেম্বরে চোট লাগার পর থেকে জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি মহম্মদ শামি চোট সারাতে অস্ত্রোপ্রচার অবধি করিয়েছেন, তাও এখনও ২২ গজের বাইরেই রয়েছেন শামি রোহিত দিনকয়েক আগেই জানিয়েছিলেন শামির অস্ট্রেলিয়া সফরে খেলা নিশ্চিত নয় তবে শামিকে রবিবাসরীয় বিকেলে বেঙ্গালুরুতে প্রধান পিচে বোলিং করতে দেখা গিয়েছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি রিহ্যাব সারছেন শামি আবার সেখানেই ভারত বনাম নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের আয়োজিত হয়েছে সেই টেস্ট শেষে শামিকে মাঝ পিচে বোলিংয়ের পাশাপাশি প্রায় ঘণ্টাখানেক অনুশীলনে দেখা যায় শামি দুপুর ২.৩০ নাগাদ অনুশীলন শুরু করেন এবং বিকেল ৩.৫০ পর্যন্ত অনুশীলন করেন বলে খবর শামির অনুশীলন দেখেতে হাজির ছিলেন ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ার ও বোলিং কোচ মর্নি মর্কেল শামির অনুশীলন যে সমর্থকদের মুখে হাসি ফোটাবে এবং তাঁর বর্ডার-গাওস্কর ট্রফি খেলার সম্ভাবনা বাড়াল, তা বলাই বাহুল্য