ঋষভের সাহায্যেই উন্নত হচ্ছে সরফরাজের ফিটনেস?

Published by: ABP Ananda

বেঙ্গালুরুতে নিজের কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকান সরফরাজ খান

চাপের মুখে খেললেন ১৫০ রানের চোখধাঁধানো আগ্রাসী ইনিংস

ঘরোয়া ক্রিকেটে গুচ্ছ গুচ্ছ রান করে জাতীয় দলে সুযোগ পেলেও, অনেকেই সরফরাজের ফিটনেস নিয়ে উদ্বেগ দেখান

সরফরাজের মুম্বই দলের সতীর্থ সূর্যকুমার জানান তিনি নাকি বর্তমানে এক শেফের সঙ্গে কাজ করছেন যার খোঁজ তাঁকে পন্থ দিয়েছেন

সূর্যর মতে সরফরাজ বর্ডার-গাওস্কর ট্রফির আগে ফিটনেসে উন্নতি করার জন্য কাজ করছেন

ফলে বয়স বাড়লে ও সরফরাজে শরীরের বদল ঘটলেও, তাঁর সমস্যা হবে না বলেই মত সূর্যর

তিনি আরও দাবি করেন সরফরাজকে বাইরে থেকে দেখে স্থূলকায় লাগলেও, তাঁর ফিটনেস অনবদ্য

'৪৫০ বল ব্যাট করা হোক বা ডবল, ট্রিপল হান্ড্রেড করা, ও কিছুতেই সমস্যা নেই', দাবি সূর্যর

সরফরাজ খান ম্যাচের দিনও অনুশীলন মিস করেন না বলেই জানান সূর্য