ধোনির এই গুরুমন্ত্রেই বদলে যেত পারে উঠতি ক্রিকেটারদের ভাগ্য
September 23, 2024
Published by: ABP Ananda
রাঁচির ছোট্ট শহর থেকে ক্রিকেটবিশ্বের শীর্ষে, মহেন্দ্র সিংহ ধোনির সফরটা স্বপ্নের মতোই।
ভারতীয় দলের তাঁর সময়কালে উপলব্ধ সমস্ত আইসিসি ট্রফি জিতেছেন ধোনি। রয়েছে পাঁচবার আইপিএল জয়ের কৃতিত্বও।
যে কোনও ক্রিকেটারের জন্য রোল মডেল ধোনি। তাঁর যে কোনও উপদেশ কিন্তু উঠতি ক্রিকেটারদের জন্য বেদবাক্যেরই সমান।
সেই ধোনিই খুব সহজ ভাষায় উঠতি ক্রিকেটারদের এক উপদেশ দিলেন।
গাড়ির উদাহরণ দিয়ে ধোনি জানান, গাড়ির এসি, মিউজ়িক সিস্টেম বা অন্যান্য কোনও ফিচার নয়, বরং গাড়িতে বসে তাঁর কেমন অনুভূতি হচ্ছে, গাড়িটা কেমন, সেটাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ঠিক সেইভাবেই ধোনি জানান ক্রিকেটার হিসাবে বাকি সব কিছু নিয়ে পরে ভাবা যাবে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্রিকেটটাই।
তাঁর মতে, 'আমার শুরুর সময় ইনস্টাগ্রাম বা তেমন কিছু ছিল না। এখন অনেককে দেখি যে লাইক, ফলোয়ার এসব নিয়ে অনেক ভাবনাচিন্তা করে। কিন্তু এটার গুরুত্ব নেই।'
মাহি আরও যোগ করেন, 'আমাদের কর্তব্য দেশের হয়ে প্রতিনিধিত্ব করে নিজেদের সেরাটা দেওয়া। সেটা ঠিকঠাক করতে পারলে বাকিটা তো আপনা আপনিই হয়ে যাবে। সেই পার্থক্যটা বোঝা দরকার।'
মাহির এই মন্ত্রে কিন্তু সকল উঠতি ক্রিকেটারই লাভবান হবে।