টেস্ট ক্রিকেট ছক্কা হজম করছেন বুমরা, তালিকাটা কিন্তু বেশ দীর্ঘ

বুমরা ৪৪৮৩ বল পর টেস্টে ছক্কা হজম করেছেন স্যাম কনসটাসের কাছে

সুইচ হিটে বুমরাকে এমসিজিতে ছক্কা হাঁকিয়েছেন কনসটাস

২০১৮ সালে কেপটাউনে বুমরাকে ছক্কা হাঁকিয়েছিলেন এবি ডিভিলিয়ার্স

২০১৮ সালে নটিংহ্যামে আদিল রশিদ ছক্কা হাঁকান বুমরাকে

২০১৮ সালে ওভালে দুটো ছক্কা হাঁকিয়েছিলেন জস বাটলার বুমরাকে

সাদাম্পটনে ২০১৮ সালে মঈন আলির কাছে ছক্কা হজম করেন ভারতীয় পেসার

চলতি মেলবোর্ন টেস্টে স্টিভ স্মিথ ছক্কা হাঁকিয়েছেন বুমরাকে

নাথান লিঁয় ২০২০ সালে মেলবোর্নেই ছক্কা হাঁকান বুমরাকে

চলতি টেস্টে স্টার্কের কাছেও ছক্কা হজম করেন বুমরা

২০২১ সালে সিডনিতে বুমরার বলে ছক্কা হাঁকান ক্যামেরন গ্রিন