ভারতীয় প্রাক্তনীকে আর্থিক সহযোগিতার আশ্বাস শিবসেনার

Published by: ABP Ananda

সপ্তাহখানেক আগেই পেট ব্যথাসহ একাধিক অভিযোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিনোদ কাম্বলি।

ভারতীয় প্রাক্তনী থানের হাসপাতাল ইতিমধ্যেই জানিয়েছেন তিনি আগের থেকে সুস্থ আছেন এবং লড়াইয়ের ময়দান তিনি ছাড়ছেন না। বন্ধু সচিনও তাঁর সঙ্গেই আছেন বলে দাবি করেন বিনোদ।

তবে কাম্বলির শারীরিকের পাশাপাশি আর্থিক পরিস্থিতিও যে ভাল নয়, তা সবারই জানা।

এমন পরিস্থিতিতে আর্থিকভাবে তাঁর সাহায্যের জন্য এগিয়ে এল শিবসেনা।

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মাঙ্গেশ চিভাতে কাম্বলির সঙ্গে থানের হাসপাতালে দেখা করে তাঁর পাশে থাকার আশ্বাস দেন।

শ্রীকান্ত শিণ্ডে ফাউন্ডেশনের তরফে ভারতীয় প্রাক্তনীর জন্য পাঁচ লক্ষ টাকা দেওয়া হচ্ছে।

একনাথ শিণ্ডের নির্দেশেই আগামী সপ্তাহে কাম্বলির চিকিৎসার জন্য এই অর্থ দেওয়া হবে।

শুধু তাই নয়, সাংসদ শ্রীকান্ত ও উপমুখ্য়মন্ত্রী শিণ্ডে শীঘ্রই কাম্বলি ও তাঁর পরিবারের সঙ্গে দেখাও করবেন।

শিবসেনা পার্টির তরফে যে ভারতীয় প্রাক্তনীর জন্য সবরকম সাহায্য করা হবে, সেই আশ্বাসও দেন মাঙ্গেশ।