চোটের কারণে গত টেস্ট ম্যাচ খেলতে পারেননি রবীন্দ্র জাডেজা তবে পেশির চোট সারিয়ে মাঠে ফিরেই ব্যাট হাতে জ্বলে উঠলেন তিনি ঘরের মাঠ রাজকোটে হাঁকালেন কেরিয়ারের চতুর্থ টেস্ট শতরান তৃতীয় টেস্টের প্রথম দিনশেষ ১১০ রানে অপরাজিত রয়েছেন তিনি এই শতরানের সুবাদেই তৃতীয় ভারতীয় হিসাবে এক বিশেষ তালিকায় যোগ দিলেন জাডেজা টেস্ট কেরিয়ারে তিন হাজার রানের গণ্ডি পার করলেন তিনি কপিল দেব এবং আর অশ্বিনের সঙ্গে বিশেষ তালিকায় যোগ দিলেন জাডেজা তৃতীয় ভারতীয় হিসাবে তিন হাজার টেস্ট রান ও দুইশো উইকেটের যুগ্ম মাইলফলক স্পর্শ করলেন তিনি জাডেজার দখলে তিন হাজার রানের পাশাপাশি ২৮০টি উইকেটও রয়েছে তাঁর দখলে এই পারফরম্যান্স জাডেজার এক নম্বর টেস্ট অলরাউন্ডার হিসাবে দখল আরও মজবুত করলেন