বিশাখাপত্তনমে সিংহভাগ ভারতীয় ব্যাটারদের ব্যর্থতার দিনে অনবদ্য শতরান যশস্বীর



১৭৯ রানের ইনিংসে যোগ দিলেন সচিন, রবি শাস্ত্রীদের বিশেষ তালিকায়



১৫১ বলে নিজের টেস্ট কেরিয়ারের দ্বিতীয় শতরান হাঁকান তরুণ ওপেনিং ব্যাটার



মাত্র চতুর্থ ভারতীয় হিসাবে ২৩-র আগে দেশ এবং বিদেশের মাটিতে লাল বলের ক্রিকেটে সেঞ্চুরি করলেন তিনি



যশস্বী বাদে সচিন, শাস্ত্রী ও বিনোদ কাম্বলির দখলে এই কীর্তি আছে



হার্টলির বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন যশস্বী



শ্রেয়স, পাতিদাররা বড় রান করতে না পারলেও, যশস্বী তাঁদের সঙ্গে পার্টনারশিপ গড়ে ভারতকে তিনশোর গণ্ডি পার করান



যশস্বীর ইনিংস সাজানো ছিল ১৭টি চার ও পাঁচটি ছক্কায়



তাঁর অপরাজিত ১৭৯ রানের ইনিংসের সুবাদেই দ্বিতীয় টেস্টের প্রথম দিনশেষে ভারতের স্কোর ৩৩৬/৬



ইংল্যান্ডের হয়ে স্পিনার শোয়েব বশির ও রেহান দুইটি করে উইকেট নেন