বহুদিন ধরেই রিঙ্কু সিংহের বিবাহের জল্পনা শোনা যাচ্ছিল। এবার তাতে সিলমোহর পড়ল।



বাগদান সারলেন কেকেআরের তারকা ক্রিকেটার রিঙ্কু সিংহ।



পাত্রী সমাজবাদী পার্টির মছলিসায়রের সাংসদ প্রিয়া সরোজ।



প্রিয়ার বাবা তুফানি সরোজও কিন্তু তিন বারের সাংসদ ছিলেন।



প্রিয়া কিন্তু আইনজীবী হিসাবে সুপ্রিম কোর্টে ওকালতিও করেছেন।



সেই প্রিয়া সরোজের সঙ্গে আজই বাগদান সারলেন রিঙ্কু।



এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব।



এছাড়া রাজীব শুক্ল, জয়া বচ্চনরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।



কিছু মাস আগেই তুফানি দুইজনের সম্পর্কের কথা জানিয়েছিলেন।



দুইজনের বিয়ের ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি, এবার সেই শুভ পরিণয়ই সম্পন্ন হল।