ক্রিকেটের মাঠে লম্বা লম্বা ছক্কা হাঁকানোর জন্য় বিখ্যাত ছিলেন তিনি।



বড় ছয় হাঁকানোর জন্য প্রয়োজন পেশির শক্তি।



ইউসুফ পাঠানের এই পেশি ঠিকঠাক রাখার দায়িত্বে যিনি ছিলেন, তাঁর সঙ্গেই প্রেমে পড়েন তিনি।



ভারতীয় দলের হয়ে খেলার সময় ইউসুফ পাঠান নিজের জন্য একটি ফিজিওথেরাপিস্ট রেখেছিলেন বলে খবর।



মুম্বইয়ের ফিজিও আফরিন খানকে দায়িত্ব দেন ইউসুফ।



সেই আফরিনের সঙ্গেই প্রেমে পড়েন এবং বিয়েও করেন ইউসুফ।



প্রথম দেখাতেই নাকি ইউসুফ প্রেমে পড়েন।



ধীরে ধীরে দুইজনের বন্ধুত্বও বাড়ে, তা গড়ায় প্রেমে।



পরবর্তীতে দুই পরিবারের বড়রা কথাবার্তা বলে দুইজনের বিয়ে ঠিক করেন।



বর্তমানে ইউসুফ ও আফরিনের দুই সন্তানও রয়েছে।