বাগদান সেরেছেন রিঙ্কু সিংহ, পাত্রী প্রিয়া সরোজ
প্রিয়া সমাজবাদী পার্টির একজন সাংসদ
বেশ কয়েক বছরের বন্ধুত্বের পর এবার চার হাত এক হল রিঙ্কু-প্রিয়ার
প্রিয়ার মোট সম্পত্তির পরিমাণ কত জানেন?
এফিডেফিট অনুযায়ী রিংঙ্কুর স্ত্রী প্রিয়ার মোট সম্পত্তির পরিমাণ ১১.২৬ লক্ষ
৭৫ হাজার টাকা ক্য়াশ রয়েছে, ৮৭১৯ টাকা রয়েছে কানাডা ব্যাঙ্কে
১০.১০ লক্ষ টাকা রয়েছে প্রিয়ার ইউনিউন ব্যাঙ্কের অ্য়াকাউন্টে
রিঙ্কু সিংহের মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৭-৮ কোটি টাকা