সদ্যই দ্বিতীয়বারের জন্য বাবা মা হয়েছেন রোহিত ও রীতিকা সাজদে।



সন্তানসম্ভবনা বউয়ের পাশে থাকতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারেননি রোহিত



সন্তানের জন্মের পর ইতিমধ্যেই কিন্তু অজিভূমে পৌঁছে গিয়েছেন রোহিত।



অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে ভারতীয় অধিনায়ক যে মাঠে নামবেন, তা কার্যত নিশ্চিত।



তবে তাঁদের পুত্রের নাম কী হবে, সেই নিয়ে এতদিন ধোঁয়াশা ছিল।



অবশেষে জানা গেল রোহিতের পুত্রের নাম আহান রাখা হয়েছে।



হলিডে মরশুমের আগে পরিবারের সকলের নাম দেওয়া কিছু খেলনার ছবি শেয়ার করেন রীতিকা।



সেখানে আহান নামটি লেখা দেখা যায়।



আহান শব্দের অর্থ ভোর বা নতুন শুরু।



আহানের আগমনে রোহিতদের জীবনে নতুন সফর শুরু হয়েছে, সেই কারণেই হয়তো তাঁর এমন নাম দেওয়া হয়েছে।