সদ্যই তাঁর নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল



অধিনায়ক হিসাবে বিশের ফর্ম্যাটের ফাইনালে ১০০ শতাংশ রেকর্ড রয়েছে রোহিতের



'হিটম্যান'সবমিলিয়ে ২০ ওভারের ফর্ম্যাটে ১১টি ফাইনাল জিতেছেন



তবে সর্বাধিক ফাইনাল জয়ের কৃতিত্ব রয়েছে ডোয়েন ব্র্যাভোর দখলে



ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি বিশ ওভারের ফর্ম্যাটে ১৭টি টুর্নামেন্টের ফাইনাল জিতেছেন



ঠিক তার পরেই ১৬টি ফাইনাল জিতে দ্বিতীয় স্থানে রয়েছেন কায়রন পোলার্ড



পোলার্ডের সঙ্গে যুগ্মভাবে সমান পরিমাণ ফাইনাল জিতে দ্বিতীয় স্থানে রয়েছেন শোয়েব মালিক



এক দশকের বেশি সময় ধরে আইপিএল মাতাচ্ছেন সুনীল নারাইন



কেকেআর তারকাও রোহিতের মতোই ১১টি বিশ ওভারের ফাইনাল জিতেছেন



আরেক ওয়েস্ট ইন্ডিয়ান আন্দ্রে রাসেলের রয়েছে ১০টি ফাইনাল জয়ের কৃতিত্ব



Thanks for Reading. UP NEXT

রিয়ান পরাগ হয়ে গেলেন রোহিত শর্মা!

View next story