ভারতীয় বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের চারটি বিভাগে ভাগ করা হয়। 'এ+', 'এ', 'বি' এবং 'সি'।



প্রতিটি বিভাগেই ক্রিকেটারদের পারফরম্যান্স অনুযায়ী তাঁদের ভাগ করা হয় এবং প্রতিটি বিভাগের আয়ও ভিন্ন।



বিসিসিআইয়ের বার্ষিক চুক্তিতে নির্বাচিত হওয়ার জন্য কোনও ক্রিকেটারকে অনন্ত ৩ টেস্ট, ৮ ওয়ান ডে ম্যাচ বা ১০ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হয়।



কোহলি, বুমরাদের মতো একেবারে শীর্ষ স্তরের ক্রিকেটাররা যারা সব ফর্ম্যাটে খেলেন, তাঁরা বার্ষিক চুক্তির জন্য সাত কোটি বেতন পেয়ে থাকেন।



গ্রেড 'এ'-র ক্রিকেটাররা ৫, 'বি'-র ক্রিকেটাররা ৩ এবং 'সি'-র ক্রিকেটাররা ১ কোটি টাকা বেতন পান।



কোহলি, রোহিত টি-২০ থেকে অবসর নেওয়ায় তাঁরা আর শীর্ষ স্তরে থাকবেন কি না, সেই নিয়ে সংশয় প্রকাশ করা হচ্ছিল।



তবে শোনা যাচ্ছে কোহলিদের অবদানকে সম্মান জানিয়ে তাঁদের এবারও 'এ+'রাখা হবে।



এবারের চুক্তিতে বরুণ চক্রবর্তী, অভিষেক শর্মা ও নীতীশ রেড্ডি, হালে ভাল পারফর্ম করা এই তিন ক্রিকেটারকে রাখা হবে বলে খবর।



বছর দুই আগে বাদ পড়ার পর সাম্প্রতিক সময়ে দুরন্ত পারফর্ম করা শ্রেয়স আইয়ারও বার্ষিক চুক্তির আওতায় ফিরবেন বলে খবর।



ঈশান কিষাণের ভবিষ্যৎ নিয়ে অবশ্য ধোঁয়াশা অব্যাহত। তবে দ্রুতই চুক্তি তালিকা সরকারিভাবে ঘোষণা হবে এবং এই ধোঁয়াশাও কাটবে।