২৪ এপ্রিল মানেই শুধু ভারতীয় ক্রিকেট নয়, বিশ্বক্রিকেটে এক স্মরণীয় দিন এদিন কিংবদন্তি সচিন তেন্ডুলকরের জন্মদিন বুধবার ৫১ বছর পূর্ণ করলেন সচিন মাস্টার ব্লাস্টারের রেকর্ডের কথা বললেই সবার আগে আলোচনায় আসে সেঞ্চুরির সেঞ্চুরির কথা কিন্তু সেঞ্চুরির সেঞ্চুরির পাশাপাশি কিংবদন্তির এমন কিছু রেকর্ড আছে, যার ধারেকাছে নেই কেউ টেস্টে ১৫৯২১ রান রয়েছে, যা সর্বকালীন রেকর্ড গোটা কেরিয়ারে ৬৩ বার ম্যাচের সেরার স্বীকৃতি পেয়েছেন সচিন, সেটিও একটি রেকর্ড আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশিবার নব্বইয়ের ঘরে আউট হয়েছেন সচিন রেকর্ড সংখ্যক মোট ৬ ওয়ান ডে বিশ্বকাপে ফেলেছেন সচিন, বিশ্বকাপে ২২৭৮ রান রয়েছে সচিনের, সেটিও সর্বোচ্চ আন্তর্জাতিক ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে ৩৪৩৫৭ রান রয়েছে সচিনের, সেটিই সর্বোচ্চ (ছবি - পিটিআই)