৩৪ জন ক্রিকেটারের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি সেরে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড
টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নিলেও রোহিত, কোহলি, জাডেজারা রয়েছেন সর্বোচ্চ এ প্লাস ক্যাটাগরিতে
ম্যাচ ফি-র পাশাপাশি বোর্ডের থেকে বছরে ৭ কোটি টাকা পাবেন তাঁরা
তিন ফর্ম্যাটেই খেলেন, এরকম ক্রিকেটারদের মধ্যে এই ক্যাটাগরিতে রয়েছেন শুধু বুমরা
এ ক্যাটাগরিতে রাখা হয়েছে হার্দিক, রাহুল, পন্থ, শামি-সহ মোট ৬ জনকে
এঁরা প্রত্যেকে ম্যাচ ফি বাদ দিয়ে বছরে ৫ কোটি টাকা করে পাবেন বোর্ডের কাছে
এই বিভাগে রাখা হয়েছে সূর্যকুমার, কুলদীপ-সহ মোট ৫ জনকে, পাবেন বছরে ৩ কোটি টাকা করে
বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ফেরা শ্রেয়স আইয়ারকে রাখা হয়েছে এই ক্যাটাগরিতেই
সি ক্যাটাগরির চুক্তি করা হয়েছে রিঙ্কু, সঞ্জু, আকাশ দীপ সহ মোট ১৯ জনের সঙ্গে, পাবেন বছরে ১ কোটি টাকা করে
বোর্ডের কেন্দ্রীয় চুক্তির আওতায় ফেরা ঈশান কিষাণকে রাখা হয়েছে এই ক্যাটাগরিতে (ছবি - পিটিআই)