তারকা কন্যা

সচিন তেন্ডুলকরের মেয়ে সারা সব সময়ই থাকেন প্রচারের আলোয়

শুভমন অতীত

শুভমন গিলের সঙ্গে সারার সম্পর্ক নিয়ে ছিল জোর জল্পনা, যদিও জুটি ভেঙেছে

নতুন প্রেম!

শোনা যাচ্ছিল, বলিউড অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সচিন-কন্যা

সম্পর্কে ইতি!

শোনা যাচ্ছে, মাত্র কয়েক মাসেই সারা-সিদ্ধান্তের বিচ্ছেদ হয়ে গিয়েছে

সিদ্ধান্ত সিদ্ধান্তের!

দু'জনের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নেন সিদ্ধান্তই

নেপথ্যে পরিবার!

শোনা যাচ্ছে, দুই পরিবারের সঙ্গে কথাবার্তা হওয়ার পরই এই সিদ্ধান্ত নেন অভিনেতা

পরিবারের অমত?

দুই পরিবারের মধ্যেই এ নিয়ে কথা হয়েছিল বলেই দাবি করা হয়েছে বিভিন্ন সূত্রে

প্রেম নিয়ে চর্চায়

বরাবরই সারা তেন্ডুলকরের সম্পর্ক নিয়ে কৌতূহলী থেকেছেন সকলে

ক্রিকেট মাঠের প্রেম!

শুভমন গিলের সঙ্গে সারার প্রেম নিয়ে জল্পনা ছিল তুঙ্গে

সোশ্যালে আনফলো!

পরে শুভমন ও সারা একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করে দেন বলে খবর