গত বছর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন।



এই সপ্তাহের শুরুতে টেস্টকেও বিদায় জানিয়েছেন কোহলি।



অবসরের পর বিরাটের দিদি ভাবনা কোহলি ধিংড়া ভাইয়ের মনোবল বাড়াতে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন।



প্রেমানন্দ মহারাজের একটি কথাই ভাবনার বার্তায় উঠে আসে।



ভাবনা-কন্যা, মেহেকও কিন্তু মামার অবসরে আবেগঘন পোস্ট করেন।



কোহলির ভাগ্নি কিন্তু রূপে, গুণে বলিউড তারকাদেরও টেক্কা দিতে পারেন।



সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ জনপ্রিয় এবং তার ২১ হাজার ফলোয়ারও রয়েছে।



মেহেক গত বছরই ক্লাস ১২ পাশ করেছিলেন। তিনি আপাতত কলেজে পড়াশোনা করছেন।



মাঠে প্রায়শই মামার হয়ে গলা ফাটান মেহেক।



কোহলির ভাগ্নি যে ঘুরতে বেশ পছন্দ করেন, তা তাঁর সোশ্যাল মিডিয়া দেখলেও স্পষ্ট বোঝা যায়।