বর্তমান বিশ্বের সেরা ব্যাটারের নাম বললে বিরাট কোহলির নাম আসতে বাধ্য।



যে কোনও ফর্ম্যাটে কোহলির রেকর্ড ঈর্ষণীয়, বিশ্বের সেরাদের মধ্যে



তবে বেঙ্গালুরুতে কিউয়িদের বিরুদ্ধে শূন্য রানে আউট হন বিরাট



এই নিয়ে টেস্ট কেরিয়ারে কোহলি ৩৮তম বার শূন্য রানে সাজঘরে ফিরলেন



ভারতের হয়ে টেস্টে সর্বাধিক শূন্য করা ক্রিকেটারদের মধ্যে প্রথম তিনে রয়ছেন তিনি



ভারতের হয়ে জাহির খান সর্বাধিক ৪৩ বার শূন্য রানে আউট হয়েছেন



ঈশান্ত শর্মা ১৭৩ ইনিংসে ৪০ বার খাতা খুলতে পারেননি



তালিকায় রয়েছেন দুই স্পিনার হরভজন ও অনিল কুম্বলে



তাঁরা যথাক্রমে ৩৭ ও ৩৫ বার শূন্য রান করেছেন



গোটা তালিকায় একমাত্র ব্যাটার কিন্তু বিরাট কোহলিই