পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কাকে অভিনয় করতে দেখা যাবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে
সৌরভ নিজে হৃতিক রোশনকে বেশ পছন্দ করেন, চেয়েছিলেন পর্দায় হৃতিকই ফুটিয়ে তুলুক তাঁকে
তবে হৃতিকের ডেট পাওয়া নিয়ে সমস্যায় বাদ যায় তাঁর নাম
রণবীর কপূরকেও ব্যক্তিগতভাবে চেয়েছিলেন সৌরভ, ইডেনে একটি সিনেমার প্রচারে দুজনকে একসঙ্গে দেখাও গিয়েছিল
রণবীর এমনিতেই সঞ্জয় দত্তের বায়োপিক করেছেন, ডেট নিয়েও সমস্যা, পর্দায় সৌরভ হচ্ছেন না তিনি
মাঝে শোনা গিয়েছিল, আয়ুষ্মান খুরানা হতে পারেন পর্দার সৌরভ
তবে আয়ুষ্মান খুরানাও সৌরভের চরিত্রে অভিনয় করছেন না বলেই খবর
শোনা যাচ্ছে, সৌরভের ভূমিকায় দেখা যেতে পারে অভিনেতা রাজকুমার রাওকে
শোনা যাচ্ছে, প্রযোজক সংস্থা লাভ-রঞ্জন ফিল্মসও রাজকুমারকেই চাইছে
কাস্টিং চূড়ান্ত হলেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু হয়ে যাবে