আইপিএল শেষ হয়ে গিয়েছে বেশ কয়েকদিন হল গ্রুপ পর্বেই মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস দল টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল বর্তমানে সপরিবারে ইউরোপে ছুটি কাটাতে ব্যস্ত মাহিরা ইতালির পালের্মোতে আপাতত রয়েছে ধোনি পরিবার অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিংয়ের সাক্ষী থাকতেই সেখানে মূলত গিয়েছেন তাঁরা নিজেদের এই ভ্রমণের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মাহি-পত্নী সাক্ষী সাক্ষীর পোস্ট করা ছবিতে পালের্মোর শহরের সৌন্দর্য ধরা পড়ে সূর্য অস্ত যাওয়া, সমুদ্রের মতো বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য্যের ছবি শেয়ার করেন সাক্ষী এছাড়া এক রেস্তোরাঁয় সাক্ষী, মাহি এবং জ়িভার নৈশভোজের ছবিও দেখা যায় সাক্ষীর পোস্ট করা ছবির তালিকায় ধোনি ও জ়িভার এক ক্যানডিড ছবিও দেখা যায়